kalerkantho


যশোরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১১ জানুয়ারি, ২০১৮ ০১:১০যশোরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

প্রতীকী ছবি

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত ওই ভ্যান চালকের নাম টিটন ঢালী (৪৫)। তিনি উপজেলার কেরালখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শার্শা-গোগপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, একটি ট্রাক দ্রুতগতিতে শার্শার দিকে আসছিলো। এ সময় গোড়পাড়া বাজারের মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা ভ্যান চালক টিটন ঢালীকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির এসআই লুৎফর রহমান জানান, ঘাতক ট্রাক ও চালক শহিদুলকে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।মন্তব্য