kalerkantho


শাহজাদপুরে বেলকুনি থেকে পরে শিশুর মৃত্যু

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

১১ জানুয়ারি, ২০১৮ ০০:৪৮শাহজাদপুরে বেলকুনি থেকে পরে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরের ছয়আনি পাড়ায় গতকাল বুধবার সকালে চারতলা বারান্দার বেলকুনি থেকে পরে গিয়ে সোয়াত (৪) নামে এক শিশু মারা গেছে।  

নিহতের বাবা রাজা মিয়া ও প্রতিবেশীরা জানান, রাজা মিয়া পরিবার নিয়ে ছয়আনি পাড়া রন্টু মিয়ার বাড়ির চারতলায় ভাড়া থাকতো। প্রতিদিনের মত এদিনও চারতলার বারান্দায় ইটের গাদার উপর খেলা করতে গিয়ে শিশু সোয়াত হঠাৎ নিচে পরে ঘটনা স্থলেই সে মারা যায়। 

 মন্তব্য