ছবি : কালের কণ্ঠ
দ্বায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার আর ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে সিরাজগঞ্জে দৈনিক কালের কন্ঠ পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার দুপরে শহরের এস এস রোডস্থ অফিসে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করেন সদর আসনের সংসদ সদস্য ড. হাবিবে মিল্লাত মুন্না। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, পেশাজীবি সংগঠন, স্থানীয় রাজনীতিবিদ ও কালের কন্ঠের পাঠকসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিল।
অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি ড. হাবিবে মিল্লাত মুন্না বলেন, কালের কণ্ঠ সব সময় সত্যের পাশে রয়েছে। যে কারনে তার পাঠক প্রিয়তাও বাড়ছে। আগামীতে সিরাজগঞ্জসহ দেশের সকল ভালো কাজকে উৎসাহিত করতে এগিয়ে আসবে কালের কন্ঠ এমনটাই প্রত্যাশা তাদের কাছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, কালের কণ্ঠের কাছে আমাদের প্রত্যাশা অনেক। কলের কণ্ঠ দেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলেই আমরা কামনা করি।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো: রিয়াজ উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সাংবাদিক আব্দুল কুদ্দুস, সুজিত সরকার, শুভ সংঘের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...