kalerkantho


সিলেটে পাথর উত্তোলনকালে মাটি ধসে ফের শ্রমিক নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১০ জানুয়ারি, ২০১৮ ১৭:২৫সিলেটে পাথর উত্তোলনকালে মাটি ধসে ফের শ্রমিক নিহত

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর তোলার সময় মাটি ধসে ফের এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক নারী শ্রমিক। আজ বুধবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান।
 
নিহত শ্রমিকের নাম স্বপন মিয়া (৩০)। তার বাড়ি রংপুরে। স্বপনের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি শফিকুর রহমান জানান, কালাইরাগ এলাকার আলী হোসেনের মালিকানাধীন গর্তে পাথর তুলছিলেন কয়েকজন শ্রমিক। বেলা ১টার দিকে হঠাৎ গর্তের মাটি ধসে পড়লে ঘটনাস্থলে মারা যান স্বপন। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ওসি বলেন, দশ ফুটের বেশি গর্ত করে পাথর তোলা যাবে না এমন আইন থাকলেও এই শ্রমিকরা ২০-৩০ ফুট গভীর গর্ত করে পাথর তুলছিলেন। 

গর্ত মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে গত ২ জানুয়ারি সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মন্দিরেরজুম এলাকায় গর্ত করে পাথর তোলার সময় মাটি ধসে পাঁচ শ্রমিক নিহত হন। তার আগে গত বছরের ১৩ নভেম্বর সিলেটের গোয়াইনঘাটের জাফলং মন্দিরের জুম পাহাড় এলাকায় পাথর তুলতে গিয়ে মাটি ধসে এক নারী শ্রমিক নিহত হন। আহত হন আরও এক নারীসহ তিন শ্রমিক।মন্তব্য