kalerkantho


লক্ষ্মীপুরে পুলিশ পরিচয়ে গাড়ি ছিনতাই, আটক ৫

লক্ষ্মীপুর প্রতিনিধি    

১০ জানুয়ারি, ২০১৮ ১৫:৩৩লক্ষ্মীপুরে পুলিশ পরিচয়ে গাড়ি ছিনতাই, আটক ৫

লক্ষ্মীপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার, ছিনতাই করা অটোরিকশা এবং  একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। 

আরো পড়ুন সলঙ্গায় ৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক 

এর আগে স্থানীয় বেড়িরমাথা নামক এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আটকতরা হলেন আকাশ, শাহাদাত, আলীরাজ, নাজির মোল্লা ও সেলিম। তারা সবাই আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য ও ঢাকার সাভার এলাকার বাসিন্দা বলে পুলিশ জানায়।

আরো পড়ুন নোয়াখালীতে তিন মাদক ব্যবসায়ীর সাজা

থানা সূত্র জানায়, একটি প্রাইভেট কার যোগে পাঁচজন ছিনতাইকারী ঘটনাস্থলে চালক সবুজের সিএনজির গতিরোধ করে। এ সময় ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে অটোরিকশার চাবি নিতে চান। একপর্যায়ে তার মুখে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে অটোরিকশা নিয়ে যায় তারা। কিছুক্ষণ পর  চালক বিষয়টি তার গাড়ির মালিককে জানান। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

লক্ষ্মীপুর মডেল সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানান, অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।মন্তব্য