kalerkantho


সলঙ্গায় ৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

কালের কণ্ঠ অনলাইন   

১০ জানুয়ারি, ২০১৮ ১১:৪০সলঙ্গায় ৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় ৫০ পিস ইয়াবাসহ মো. আইয়ুব আলী সরকার (৩৮) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বাগিচাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক আইয়ুব আলী ওই গ্রামের মৃত গোলাম আলীর ছেলে।

আরো পড়ুন গাজীপুরে তুলার গুদামে আগুন

আজ বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান র‌্যাব ১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন পিএসসি।

আরো পড়ুন প্রতিপক্ষের গুলিতে সোনাইমুড়িতে ছাত্রলীগ নেতা নিহত

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে বাগিচাপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৫০ পিস ইয়াবা, একটি মোবাইল ও নগদ ৯ হাজার ৪৩০ টাকাসহ আইয়ুব আলীকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।মন্তব্য