ঢাকার অদূরে আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির পাশে একটি গুদাম ঘরে আগুনের ঘটনা ঘটেছে। এতে গুদামটিতে মজুদ প্লাস্টিক সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে জিরানী এলাকার তোফাজ্জল হোসেনের মালিকানাধীন একটি গুদামঘরে আগুনের এই ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, বিকালে বিকেএসপির ৪ নম্বর খেলার মাঠ সংলগ্ন প্রাচীরের বাইরে একটি টিনশেডের গুদাম ঘরে অগ্নিকাণ্ডের খবর পান তারা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে গুদামে রাখা প্লাস্টিক সরঞ্জামাদি পুড়ে যায়।
এ সময় বিকেএসপির ৪ নম্বর মাঠে অনুষ্ঠিত জাতীয় লিগের ক্রিকেট ম্যাচটি কিছুক্ষণের জন্য বন্ধ থাকলেও পরে তা শুরু হয়। আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও সূত্রপাতের ব্যাপারে তদন্ত সাপেক্ষে জানানো যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...