kalerkantho


নীলফামারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নীলফামারী প্রতিনিধি   

৯ জানুয়ারি, ২০১৮ ২১:৩৮নীলফামারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নীলফামারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে প্রাক্তন সৈনিক সংস্থা। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা শহরের কবরস্থান মোড়ে সংস্থার কার্যালয়ে ১৪০টি কম্বর বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ, সহ-সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ।

সংগঠনটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, সংগঠনের নিজস্ব অর্থায়নে জেলা সদরের ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৪০ জন শীতার্ত মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ হরা হয়েছে।মন্তব্য