kalerkantho


সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৩৬ লাখ হুন্ডির টাকা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি    

৯ জানুয়ারি, ২০১৮ ১৬:০৮সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৩৬ লাখ হুন্ডির টাকা উদ্ধার

বেনাপোল বন্দর থানার রঘুনাথপুর সীমান্তে আজ মঙ্গলবার দুপুরে পরিত্যক্ত অবস্থায় ৩৬ লাখ হুন্ডির টাকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরো পড়ুন হুন্ডি ও অর্থপাচার সমান তালে

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, রঘুনাথপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ হুন্ডির টাকা পাচার হয়ে বেনাপোলে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে  বিজিবি সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। এ সময় সেখান থেকে ৩৬ লাখ হুন্ডির টাকা জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে টাকার বস্তা ফেলে আগেই পালিয়ে যায় পাচারকারীরা।

আরো পড়ুন রাজশাহী থেকে হুন্ডির মাধ্যমে দিনে ৮ কোটি টাকা পাচার!

উদ্ধার টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। মন্তব্য