kalerkantho


ভূঞাপুরে বেসরকারি কলেজ শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    

৯ জানুয়ারি, ২০১৮ ১৫:৩২ভূঞাপুরে বেসরকারি কলেজ শিক্ষক-কর্মচারীদের
মানববন্ধন

টাঙ্গাইলের ভূঞাপুরে বেসরকারি কলেজ শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির ব্যানারে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাসহ ১১ দফা দাবিতে এ কর্মসূচি পালিত হয়। 

আরো পড়ুন ঈশ্বরদীতে শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদের মানববন্ধন

স্থানীয় স্বাধীনতা কমপ্লেক্সের সামন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে মানববন্ধনে মিলিত হয়। এ সময় বক্তব্য দেন অধ্যক্ষ সাইদুল ইসলাম, অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক মনোয়ারুল ইসলাম মনো ও সহকারী অধ্যাপক আলী রেজা প্রমুখ। 

আরো পড়ুন শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে নড়াইলে বিক্ষোভ

পরে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি ভূঞাপুর উপজেলা শাখার আহ্বায়ক অধ্যাপক শফিউদ্দিন তালুকদার স্মারকলিপিটি পাঠ করে তা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।মন্তব্য