kalerkantho


শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে নড়াইলে বিক্ষোভ

নড়াইল প্রতিনিধি    

৯ জানুয়ারি, ২০১৮ ১৪:৪৫শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে নড়াইলে বিক্ষোভ

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল করেছেন বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল সদর উপজেলার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। 

আরো পড়ুন ঈশ্বরদীতে শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদের মানববন্ধন

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ শেষে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় নড়াইল সদর উপজেলার তিন শতাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। সমাবেশে বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য দেন  বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল উপজেলা শাখার সভাপতি মো. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. হায়দার আলী প্রমুখ। 

আরো পড়ুন খুলনায় উন্নয়ন মেলা ১১-১৩ জানুয়ারি 

উল্লেখ্য, সম্প্রতি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা শব্দটি পরিবর্তন করে অুনদান-সহায়তা শব্দ ব্যবহার করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে শিক্ষক সমাজ ক্ষুব্ধ হয়। এ ছাড়া  বকেয়া ৫% বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা পাওয়ার দাবিতে আগে থেকেই বেসরকারি শিক্ষক-কর্মচারীরা আন্দোলনে রয়েছেন।মন্তব্য