kalerkantho


রংপুরে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপারসহ নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

৯ জানুয়ারি, ২০১৮ ১১:৪২রংপুরে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপারসহ নিহত ২

রংপুরের বৈরাগীগঞ্জ এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের শাহ আমানত ফিলিং স্টেশনের সামনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রীসহ বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বসুন্ধরা পরিবহনের একটি বাসের সঙ্গে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের ৭ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়দরড়াহ হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই হাফিজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।মন্তব্য