kalerkantho


গাজীপুরে ট্রাকের ধাক্কায় একজন নিহত

কালের কণ্ঠ অনলাইন   

৯ জানুয়ারি, ২০১৮ ১১:১০গাজীপুরে ট্রাকের ধাক্কায় একজন নিহত

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় রুবেল মোল্লা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকার জসিম মোল্লার ছেলে।

আরো পড়ুন ফেনীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

সালনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আব্দুল হাই জানান, সকাল সাড়ে ৬টার দিকে ট্রাকযোগে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন রুবেল মোল্লা। ট্রাকটি হোতাপাড়া এলাকায় পৌঁছালে অপর একটি মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান  রুবেল। 

আরো পড়ুন ফেনীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। মন্তব্য