kalerkantho


দেশে প্রতি ৫শ' জনে একজন শিশু কাটা তালু নিয়ে জন্ম নেয়

ফেনী প্রতিনিধি   

৮ জানুয়ারি, ২০১৮ ১৯:২৯



দেশে প্রতি ৫শ' জনে একজন শিশু কাটা তালু নিয়ে জন্ম নেয়

ফাইল ছবি

দেশে প্রতি ৫শ জন শিশুর মধ্যে একজন শিশু জন্মগতভাবে কাটা তালু নিয়ে পৃথিবীতে আসে। এ হারে বছরে এমন শিশুর জন্ম হচ্ছে প্রায় ৫ হাজার। জন্মের এক বছরের মধ্যে এদের অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ করা সম্ভব। আজ সোমবার ফেনীতে এক অবহিতকরণ সভায় সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা এ তথ্য জানান।

ফেনী শহরের ডক্টরস ক্লাবে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক, বেসরকারী সেবা সংস্থা ‘স্মাইল ট্রেন’ এর প্রকল্প পরিচালক অধ্যাপক ডা.বিজয় কৃষ্ণ দাস। 

বক্তব্য রাখেন সংস্থার কান্ট্রি ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও সামাজিক সংগঠন ‘উই ক্যান চেঞ্জ ইয়ুথ সোসাইটি’র উপদেষ্টা আশ্রাফুল আলম গীটার, ফেনী সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আশুতোষ দাস, বিএমএ ফেনী জেলা শাখার সহ সভাপতি ডা. দোলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ডা. বিমল চন্দ্র দাস, ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎস কর্মকর্তা (আরএমও) ডা. অসীম কুমার সাহা ও স্থানীয় সমাজকর্মী মঞ্জিলা আক্তার মিমি। সঞ্চালনা করেন ফেনী সদর হাসপাতালের জেন্টাল সার্জন ডা. কাজী মোহাম্মদ ইস্রাফিল। 

সভায় মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের সংস্থা স্মাইল ট্রেন এর পক্ষ থেকে প্রতিনিয়ত এমন সেবা দেয়া হচ্ছে। ফেনীর পাশে কুমিল্লা, চট্টগ্রাম ও নোয়াখালীতে আমাদের সহযোগী হাসপাতাল রয়েছে। এসকল হাসপাতালে নিয়মিতভাবে ঠোঁট কাটা ও তালু ফাটা রুগীদের বিনামূল্যে অপারেশন হয়ে থাকে। তিনি বলেন, প্রান্তিক জনপদে এ ব্যাপারে সচেতনতার অভাব রয়েছে। 

সভার প্রধান অতিথি বলেন, সমাজের মানুষ হিসেবে আমাদের দায়বদ্ধতা রয়েছে। তিনি বলেন, স্মাইল ট্রেনের পক্ষ থেকে আমরা দুস্থ রুগীদের- বিশেষ করে ঠোঁট কাটা, তালু ফাটা রুগীদের সেবা দিয়ে থাকি। তিনি আগামীতে ফেনীর কোন প্রত্যন্ত জনপদে এ বিষয়ে মেডিকেল ক্যাম্প আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। 

তিনি জানান, ফেনীতে কুড়িয়ে পাওয়া শিশু জান্নাত নুরের প্রথম অস্ত্রোপচার ‘ক্লেফট লিপ’ রাজধানীর কেয়ার মেডিক্যাল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। ওর বয়স ৯ মাস পূর্ণ হলে তাকে পরবর্তী আরেকটি অস্ত্রোপচার ক্লেফট প্যালেট করা হবে। 



মন্তব্য