kalerkantho


হিজড়া শিশুদের অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ করা সম্ভব

কালের কণ্ঠ অনলাইন   

৮ জানুয়ারি, ২০১৮ ১৯:২১হিজড়া শিশুদের অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ করা সম্ভব

ফাইল ছবি

এক বছর বয়সের মধ্যে কোন হিজরা শিশুদের খুঁজে পেলে বাংলাদেশেই সহজে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের সুস্থ করা সম্ভব বলে জানিয়েছেন বেসরকারী সেবা সংস্থা ‘স্মাইল ট্রেন’ এর কান্ট্রি ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানিয়েছেন এ ক্ষেত্রে ওই হিজরা শিশুটি হয় নারী, অথবা পুরুষ রুপে সমাজে বোঁচে থাকতে পারবে।

আজ সোমবার ফেনীতে এক অবহিতকরণ সভায় তিনি এ তথ্য জানান। ফেনী শহরের ডক্টরস ক্লাবে অনুষ্ঠিত এ সভায় সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক, বেসরকারী সেবা সংস্থা ‘স্মাইল ট্রেন’ এর প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. বিজয় কৃষ্ণ দাস। ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও সামাজিক সংগঠন ‘উই ক্যান চেঞ্জ ইয়ুথ সোসাইটি’র উপদেষ্টা আশ্রাফুল আলম গীটার, ফেনী সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আশুতোষ দাস, বিএমএ ফেনী জেলা শাখার সহ সভাপতি ডা. দোলোয়ার হোসেন প্রমুখ। 

 মন্তব্য