kalerkantho


বেনাপোলে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ৩

বেনাপোল প্রতিনিধি   

৮ জানুয়ারি, ২০১৮ ১৯:০৭বেনাপোলে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ৩

বেনাপোলে চোরাচালানী পণ্য আটক করতে গিয়ে বিজিবির ওপর চোরাচালানিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিজিবি আত্মরক্ষার্থে ৪ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করেছে। আজ সোমবার ভোরে বেনাপোলের ছোটআচড়া মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবি ঘটনাস্থল থেকে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় মদ, ফেনসিডিল, শাড়ি, সিগারেট স্যান্ডেল, জুতাসহ ৩ চোরাচালানিকে আটক করেছে। 
 
আটক ব্যক্তিরা হলেন- বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের  আফতাফ হোসেনের ছেলে গফফার হোসেন (২২), তোরাবের স্ত্রী আলেয়া বেগম (৪০) এবং তার মেয়ে  খাদিজা পারভিন (১৯)।

এ ব্যাপারে বিজিবি বেনাপোল ক্যাম্পের নায়েক সুবেদার শহিদুল ইসলাম বলেন, ভারত থেকে বিপুল চোরাচালানি পন্য পাচার হয়ে ছোট আচড়া হয়ে যশোরে যাচ্ছে- এমন ধরনের ‘গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে চোরাচালানিদের ধাওয়া করলে চোরাচালানিরা বিজিবির ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। তখন নিরুপায় হয়ে বিজিবিও চার রাউন্ড ফাকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। গুলির শব্দে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যরা পালাতে পারলেও ধরা পড়ে দুই নারীসহ তিন চোরাচালানি। পরে সেখান থেকে ৭৯৫ কার্টন ইজি গোল্ড সিগারেট, ২২ পিস উন্নত মানের শাড়ি, ৬০ বোতল ফেনসিডিল, ৬৮ জোড়া স্যান্ডেল, ৬২ জোড়া কেডস উদ্ধার করা হয়।’

তিনি জানান, আটককৃত চোরাচালানিদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা পণ্য বেনাপোল শুল্ক গুদামে জমা করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। 

 মন্তব্য