kalerkantho


দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি নিহত

কালের কণ্ঠ অনলাইন   

৮ জানুয়ারি, ২০১৮ ১০:৫৪দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর দাগনভূঁইয়ার মো. নূর আলম রকি (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। জানা গেছে, শনিবার ভোরে কয়েকজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাঁর ওই দোকানে ঢুকে লুটপাট শুরু করে। এ সময় তিনি বাধা দিলে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।


আরো পড়ুন : সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত


নিহতের চাচাতো ভাই শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রকি ইয়াকুবপুর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে। ২০১৩ সালের শেষের দিকে নূর আলম রকি জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। চলতি বছরের ডিসেম্বর মাসে দেশে আসার কথা ছিল তার।


আরো পড়ুন : মালয়েশিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি নিহত


নিহতের চাচাতো ভাই জানান, রকি ওইদিন রাতে দোকানে অবস্থান করছিলেন। রাতের কোনো একসময় সন্ত্রাসীরা মালামাল লুট করে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে সেখানে অবস্থানরত নিহতের দুই ভাই রাসেল ও জাহাঙ্গীর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 মন্তব্য