kalerkantho


তাপমাত্রা ৬.০ ডিগ্রি সেলসিয়াস

নওগাঁয় তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

নওগাঁ প্রতিনিধি   

৭ জানুয়ারি, ২০১৮ ২০:৩৫নওগাঁয় তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

ফাইল ছবি

গত ২৪ ঘন্টার ব্যবধানে নওগাঁয় তাপমাত্রা আরো ১ ডিগ্রি নেমে ৬.০ ডিগ্রি সেলসিয়াসে এসেছে। গতকাল শনিবার জেলার তাপমাত্রা ছিল সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ রবিবার এই তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৬.০ ডিগ্রি সেলসিয়াসে। ফলে শীতের তীব্রতা আরো বেড়ে গিয়ে মানুষের দুর্ভোগের সীমা ছাড়িয়ে গেছে। অতি জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেনা তেমন কেউই। তীব্র এই শীতে বাইরেতো দুরের কথা ঘরের মধ্যেও অবস্থান করা দুরুহ হয়ে পড়েছে।

নওগাঁয় তীব্র শীতে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু 

রবিবার বেলা দেড়টা পর্যন্ত সুর্য্যের মুখ দেখা যায়নি। দেড়টার পর সুর্য্যের দেখা মিললেও তাপমাত্রা ছিলনা বল্লেই চলে। এরই মধ্যে ঘন কুয়াশা আর হিমেল হাওয়া মানুষের দুর্দশাকে আরো বাড়িয়ে দিয়েছে। আবহাওয়া অফিস বলছে এরকম তাপমাত্রা অব্যাহত থাকবে অন্তত আরো ৪/৫ দিন। এরপর ধীরে ধীরে শীতের তীব্রতা কমবে। 

হাসপাতাল সূত্রে জনা গেছে, সদর হাসপাতালে শীতজনিত সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে এসব রোগে আক্রান্ত হচ্ছে বৃদ্ধ ও শিশুরা। রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। মন্তব্য