kalerkantho


নগরকান্দায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৭ জানুয়ারি, ২০১৮ ১৮:৪২নগরকান্দায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ছবি : কালের কণ্ঠ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী জামাল হোসেন মিয়া ছয় হাজার হত দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন। আজ রবিবার সকালে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী চেয়ারম্যান বাড়িতে এসব কম্বল বিতরণ করা হয়। 

এ সময় আওয়ামী লীগ নেতা জামাল হোসেন মিয়া বলেন, আমি বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের একজন কর্মী হিসেবে সব সময় সাধারণ মানুষের সুখে-দুঃখে তাদের পাশে থাকি। কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালমা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু শহীদ মিয়া, ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 মন্তব্য