kalerkantho


ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৯ ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৬ জানুয়ারি, ২০১৮ ২১:১৬ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৯ ঘর পুড়ে ছাই

প্রতীকী ছবি

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আগুনে তিনটি বসতবাড়ির নয়টি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই গ্রামের আকলিমার ঘরে কেরোসিনের কুপি থেকে আগুন লেগে তা দ্রুত পাশাপাশি অবস্থিত বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে একে একে মালামালসহ তিনটি বসত বাড়ির ৯টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ও মধুখালী ফায়ার সার্ভিসের একটিসহ মোট তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইফুজ্জামান জানান, আগুনে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।মন্তব্য