kalerkantho


ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭

কালের কণ্ঠ অনলাইন   

৬ জানুয়ারি, ২০১৮ ২১:১৬ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭

ফেনীর দাগনভূঁইঞায় বাস-অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এরা সকলেই পুরুষ। তাদের নাম-পরিচয় জানা যায়নি। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে দাগনভূঞা উপজেলার বেকের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামগামী শাহী পরিবহনের একটি বাস ফেনী-নোয়াখালী সড়কের বেকের বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজির দুইজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এতে বাস-অটোরিকশা-মোটরসাইকেলের প্রায় ২০ জন যাত্রী গুরুতর আহত হয়। পরে পুলিশ এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজন মারা যান।

এ বিষয়টি নিশ্চিত করেছেন দাগনভূঁইঞা থানার ওসি আবুল কালাম আজাদ।মন্তব্য