kalerkantho


ফরিদপুরে ট্রাকচাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৬ জানুয়ারি, ২০১৮ ১৮:৫৬ফরিদপুরে ট্রাকচাপায় পথচারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নে ট্রাকচাপায় কাসেম শেখ (৬০) নামে এক পথচারী নিহত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের মুন্সীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাক চালক ও সহকারীকে মারধর করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার গেরদা ইউনিয়নের করিম শেখের ছেলে কাশেম শেখ (৬০) আজ সকালে বাড়ি থেকে পায়ে হেঁটে পাশের মুন্সীবাজার এলাকায় যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে দ্রুতগামী একটি ট্রাক মুন্সীবাজার সেতুর ওপরে পথচারী কাশেম শেখকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে এলাকার লোকজন আহত কাশেমকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।মন্তব্য