kalerkantho


বেনাপোলে ১৪ বোমাসহ আটক ৩

বেনাপোল প্রতিনিধি   

৬ জানুয়ারি, ২০১৮ ১৮:৪০বেনাপোলে ১৪ বোমাসহ আটক ৩

ছবি : কালের কণ্ঠ

বেনাপোর ছোট আচড়া মোড় থেকে আজ শনিবার দুপুরে ১৪ টি হাতবোমা, ৪টি রামদা ও ৪টি রডসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃতরা হলেন- বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের শাহাজানের ছেলে মধু মিয়া (২৫), গোলম খবীরের ছেলে এরশাদ আলী (২৭) ও আব্বাস আলীর ছেলে রনি (২৫)। উভয়ের বাড়ি বেনাপোলের ভবেরবেড় ও দুর্গাপুর গ্রামে। 

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশে বেনাপোলের ছোট আচড়া মোড়ে ধারালো অস্ত্র ও বোমা নিয়ে দুর্বৃত্তরা অবস্থান করছে এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১৪টি হাতবোমা , ৪টি রামদা ও ৪টি রড জব্দ করা হয়। এ ঘটনার সাথে জড়িত তিন জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।মন্তব্য