kalerkantho


সিংড়ায় শিক্ষা উৎসবে আইসিটি প্রতিমন্ত্রী পলক

উন্নয়ন করতে হলে নতুন প্রজন্মকে মেধাবী করে গড়ে তুলতে হবে

নাটোর প্রতিনিধি   

৬ জানুয়ারি, ২০১৮ ০০:০১উন্নয়ন করতে হলে নতুন প্রজন্মকে মেধাবী করে গড়ে তুলতে হবে

ছবি: কালের কণ্ঠ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের কোনো একটি এলাকার উন্নয়ন করতে হলে সে এলাকার নতুন প্রজন্মকে মেধাবী করে গড়ে তুলতে হবে। আর একজন শিক্ষকই পারেন মেধাবী প্রজন্ম তৈরি করতে। একজন প্রজ্ঞাময়ী মায়ের মেধাবী প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

শুক্রবার নাটোরের সিংড়া কোর্ট মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে চলনবিল শিক্ষা উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আয়োজিত অনুষ্ঠানে সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে দিনব্যাপী চলনবিল শিক্ষা উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, অধ্যক্ষ আতিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিক্ষা উৎসবে সাতটি ক্যাটাগরিতে অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননায় ৪৬ জন, প্রজ্ঞাময়ী মা সম্মাননায় ৯ জন, সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননায় ১৮টি, মরনোত্তর গুণীজন সম্মাননায় ১৮ জন, কৃতি শিক্ষা সংবর্ধনায় এক হাজার জন, সফল যারা কেমন তারা ১২৬ জন এবং অদম্য মেধাবী শিক্ষার্থী সংবর্ধনায় ১৪ জনসহ মোট ১ হাজার ২৩০ জনকে সম্মাননা জানানো হয়। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।মন্তব্য