kalerkantho


নওগাঁয় বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা

নওগাঁ প্রতিনিধি    

৫ জানুয়ারি, ২০১৮ ১৬:১৫নওগাঁয় বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা

নওগাঁয় 'গণতন্ত্র হত্যা দিবসে' পুলিশের বাধায় নির্দিষ্ট স্থানে মিছিল ও সমাবেশ করতে পারেনি জেলা বিএনপি। আজ  শুক্রবার দুপুরে শহরের কেডির মোড়ে অবস্থিত বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে  বাধা দেয়। পরে পুলিশের বেষ্টনীর মধ্যেই সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা লে.  কর্নেল (অব.) আব্দুল লতিফ খান, জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, শহীদুল ইসলাম টুকু, আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক মামনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, জেলা বিএনপি নেতা অ্যাড. রফিকুল আলম, শহর বিএনপির ‌আহ্বায়ক নাছির উদ্দীন আহমেদ, জেলা মৎসজীবী দলের সভাপতি আমিনুর রহমান বিন্টু, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান ফারুক প্রমুখ বক্তব্য দেন। 

  মন্তব্য