kalerkantho


মোহনগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

হাওরাঞ্চল প্রতিনিধি   

৫ জানুয়ারি, ২০১৮ ১৫:৪৭মোহনগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

নেত্রকোনার মোহনগঞ্জে পুকুরের পানিতে ডুবে তামীম আহমেদ নামে আট বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু তামীম আহমেদ মধুপুর গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। 

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে,  উপজেলার মধুপুর গ্রামের আব্দুল ওয়াহেদের ৮ বছর বয়সের শিশু পুত্র তামীম আহমেদ আজ দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে অসাবধানতা বসত পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে শিশু তামীমকে মৃত ঘোষণা করেন।মন্তব্য