kalerkantho


মাইজদীতে জেলা ছাত্রদলের সভাপতিসহ আটক ২

কালের কণ্ঠ অনলাইন   

৫ জানুয়ারি, ২০১৮ ১৫:৩৫মাইজদীতে জেলা ছাত্রদলের সভাপতিসহ আটক ২

নোয়াখালীর মাইজদীতে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানসহ দুজনকে আটক করেছে পুলিশ। প্রশাসনের অনুমতি না নিয়ে কালো পতাকা মিছিল বের করায় আজ শুক্রবার বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানায়, ৫ জানুয়ারি উপলক্ষে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানসহ দলীয় নেতাকর্মীরা কালো পতাকা নিয়ে প্রতিবাদ মিছিল বের করেন। কিন্তু প্রশাসনের পূর্ব অনুমতি না থাকায় পুলিশ মিছিলে বাধা দেয়। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও নুরুল আমিনসহ দুজনকে আটক করে পুলিশ।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহেদ জানান, বিশৃঙ্খলার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তবে তাদের এখনো গ্রেফতার দেখানো হয়নি।মন্তব্য