kalerkantho


দিনাজপুরে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

৫ জানুয়ারি, ২০১৮ ০৮:২৯দিনাজপুরে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

দিনাজপুরের বিরলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সানোয়ার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সানোয়ার উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ধুলাতৈড় (ডাঙ্গাপাড়া) গ্রামের সেরাজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত সানোয়ার দিনাজপুর শহরে স্মৃতি হোমিও হলে প্রশিক্ষণ নিত। প্রশিক্ষণ শেষে তার সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় ইসমাইলের বাড়ির পাশে বালু বোঝাই ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সানোয়ার মারা যায়। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি।

পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর শুকুর এ বিষয়টি নিশ্চিত করেছেন।মন্তব্য