kalerkantho


ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২৫

কালের কণ্ঠ অনলাইন   

৪ জানুয়ারি, ২০১৮ ২২:৩৭ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২৫

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক (২৫) নিহত ও ২৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার বাগান গ্রামের রাঙ্গামাটি নামকস্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় এলাকাবাসি সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকাগামী নেত্রকোনার হযরত শাহজালাল এন্টারপ্রাইজের সাথে উল্টোপথে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুটি গাড়িই খাদে পড়ে আহত হন অন্তত ২৫ জন। ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসি আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। 

আহতদের প্রায় সকলের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এসময় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাত এক যুবক (২৫) মারা যান।

 


  মন্তব্য