kalerkantho


মুজিবনগরে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে গণসমাবেশ

মেহেরপুর প্রতিনিধি   

৪ জানুয়ারি, ২০১৮ ১৯:৪৫মুজিবনগরে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে গণসমাবেশ

ছবি : কালের কণ্ঠ

শান্তি সুশাসন সমৃদ্ধি উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর-তারানগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেহেরপুর স্থলবন্দর আন্দোলন ফোরামের ব্যানারে এ গণসমাবেশের আয়োজন করা হয়।

সাজ্জাদুল রহমান হেলেনের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য ও মেহেরপুর স্থলবন্দর বাস্তবায়ন ফোরামের মুখপাত্র এম এ এস ইমন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহবায়ক আতিক রহমান স্বপন প্রমূখ।

অনু্ষ্ঠানের শুরুতে ওই গ্রামের পিইসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরুস্কৃত করা হয়। সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এর মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। 

 মন্তব্য