kalerkantho


মেহেরপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেহেরপুর প্রতিনিধি    

৪ জানুয়ারি, ২০১৮ ১৫:৫৫মেহেরপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেহেরপুরে নানা কর্মসূচির মাধ্যমে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটা।  
আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ শাখা এ কর্মসূচির আয়োজন করে।

মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম রসুলের নেতৃত্বে সরকারি  কলেজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে অন্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকশনা কমিটির সদস্য এম এ এস ইমন, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়রুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. আব্দুস সালাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে সরকারি কলেজ চত্বরে আলোচনা সভা ও কেক কাটা হয়। এর আগে সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। মন্তব্য