জামালপুরে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জামালপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি।
শোভাযাত্রাটি শহরের বকুলতলা থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাহেদা সফির মহিলা কলেজ গেইট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান প্রমুখ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবনের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুবলীগের সভাপতি রাজন শাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদ, শহর ছাত্রলীগের সভাপতি নূর হোসেন আবাহনী, সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ হৃদয় প্রমুখ।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...