kalerkantho


ফেনীর ৬ লেন উড়ালসেতুতে যান চলাচল শুরু

কালের কণ্ঠ অনলাইন   

৪ জানুয়ারি, ২০১৮ ১৪:৫২ফেনীর ৬ লেন উড়ালসেতুতে যান চলাচল শুরু

দেশের প্রথম ছয় লেন উড়ালসেতুর উদ্বোধন হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উড়ালসেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার সময় চাড়িপুর উচ্চ বিদ্যলয়ের সামনে উড়ালসেতুর দক্ষিণাংশে ফিতা কেটে যান চলাচলের উদ্বোধন করেন ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান (বি.কম)।

উড়ালসেতুর নির্মাণকাজ নির্ধারিত সময়ের ছয় মাস আগেই সম্পন্ন করা হয়েছিল। উড়ালসেতু ছয় লেনের হলেও সেতুর নিচের দুই পাশে আরো চার সার্ভিস লেন চালু থাকবে।
 
সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের জানান, আগামী বছরের জুন মাস পর্যন্ত প্রকল্পটির মেয়াদ থাকলেও বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এর নির্মাণ কাজ ছয় মাস আগেই শেষ হয়ে গেছে। প্রকল্পে মোট ব্যয় হয়েছে ১৮১ কোটি ৪৮ লাখ টাকা।
 
প্রকল্পের কাজ শুরু হয় ২০১৫ সালের ১ এপ্রিল। মূল উড়ালসেতুর দৈর্ঘ্য ৬৬০ মিটার, প্রস্থ ২৪ দশমিক ৬২ মিটার, সার্ভিস রোডের দৈর্ঘ্য ১৩৭০ মিটার, সার্ভিস রোডের প্রস্থ সাত দশমিক পাঁচ মিটার।

এ ছাড়া অ্যাপ্রোচ রোডের দৈর্ঘ্য ১১৬০ মিটার, ১১টি স্প্যান, ফুটপাতের দৈর্ঘ্য ২২১০ মিটার, পিসি গার্ডার ১৩২টি।মন্তব্য