kalerkantho


শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

৩ জানুয়ারি, ২০১৮ ১১:১৩শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপ উদ্ধার

দেশে বনজঙ্গল উজাড় হওয়ার পাশাপাশি সাপও যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবুও আমরা যেসব সাপ সচরাচর দেখে থাকি তা সবাই চিনি। কিন্তু আমাদের দেশে খুজে পাওয়া মুশকিল এমনই এক সাপের দেখা মিলল মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়ার বাগানে। আর এই বিরল প্রজাতির সাপটি উদ্ধার করা হয়েছে। বিরল প্রজাতির এ সাপের নাম ব্যামবো ট্রিংকিট স্নেক (Bamboo Trinket Snake)।


আরো পড়ুন : অর্ধশতাধিক সাপ উদ্ধার, পরে হত্যা


৩০ ডিসেম্বর উপজেলার ফিনলে টি কম্পানির সোনাছড়া চা বাগানের শ্রমিকরা এই সাপটি দেখতে পায়। ওই দিন বাগানের শ্রমিক নারায়ণের বাড়ির জ্বালানি কাঠ রাখার ঘরে সাপটি ঢুকে পড়ে। শ্রমিকরা সাপটি চিনতে না পেরে স্থানীয় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর পাঠায়। পরে চা বাগান থেকে সাপটি উদ্ধার করে শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়।

 মন্তব্য