kalerkantho


১০১ সদস্য বিশিষ্ট লামা জেলা বাস্তবায়ন কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

৩ জানুয়ারি, ২০১৮ ০১:৫৮১০১ সদস্য বিশিষ্ট লামা জেলা বাস্তবায়ন কমিটি গঠিত

বান্দরবান জেলাধীন লামা উপজেলাকে জেলায় উন্নীত করার আন্দোলনকে গতিশীল করার লক্ষ্যে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি পুন:গঠন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার লামা প্রেস ক্লাবের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে এম. রুহুল আমীনকে সভাপতি এবং কামরুজ্জামানকে সদস্য-সচিব করা হয়েছে। কমিটিতে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিক, সমাজকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশের সবগুলো মহকুমাকে জেলায় উন্নীত করা হলেও বান্দরবান জেলার লামা, রাঙ্গামাটি জেলার কাপ্তাহ, খাগড়াছড়ি জেলার রামগড় এবং চট্টগ্রাম জেলার পটিয়া মহকুমাকে মানোন্নয়নের পরিবর্তে উপজেলায় রূপান্তর করা হয়।

সাবেক মহকুমা লামাকে জেলা করার দাবিতে গত কয়েক বছর ধরে এলাকাবাসী আন্দোলন করে আসছে। আন্দোলনের অংশ হিসেবে সম্প্রতি মানববন্ধন, স্মারকলিপি পেশ ও গণস্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে।মন্তব্য