kalerkantho


জাতীয় সমাজসেবা দিবসে ৪৬ নারী-পুরুষ শিশুকে সহায়তা প্রদান

চাঁদপুর প্রতিনিধি   

৩ জানুয়ারি, ২০১৮ ০১:২৫জাতীয় সমাজসেবা দিবসে ৪৬ নারী-পুরুষ শিশুকে সহায়তা প্রদান

ছবি: কালের কণ্ঠ

'নারী পুরুষ নির্বিশেষে সমাজসেবায় গড়ব দেশ'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার চাঁদপুরে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।

এই উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে চাঁদপুরের বাবুরহাটে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়।

পরে সেখানে সরকারি শিশু পরিবার মিলনায়তনে জেলার ৪৬ জন নারী পুরুষ শিশুকে নগদ অর্থ, হুইল চেয়ার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল। এ সময় প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধীরা এই সমাজের অবহেলিত কেউ না। তারাও আমাদের মতো মানুষ। তাই মানুষ মানুষের জন্য, এমন ব্রত নিয়ে তাদের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব।
 
এদিকে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার জানান, সহায়তাপ্রাপ্ত ৪৬ জন নারী পুরুষ শিশুর মধ্যে ১৭ জন প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিশুর মাঝে হুইল চেয়ার, ২৬ জন নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে এবং প্রশিক্ষণপ্রাপ্ত ৩ জন দুস্থ নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধ ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, শিশু পরিবারের তত্ত্বাবধায়ক রাশেদুজ্জামান প্রমুখ।মন্তব্য