kalerkantho


'ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও ভবিষ্যৎ ভাবনা' শীর্ষক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২ জানুয়ারি, ২০১৮ ২৩:০৪'ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও ভবিষ্যৎ ভাবনা' শীর্ষক মতবিনিময় সভা

ছবি: কালের কণ্ঠ

ফরিদপুরের বোয়ালামারী উপজেলায় 'ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক' মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বোয়ালমারী উপজেলা পরিষদের মিলনায়তনে আজ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান।

বোয়ালমারী উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হোসাইন আহমাদের সভাপতিত্বে সভায় অন্যদের  মধ্যে বক্তব্য দেন মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা কামরুজ্জামান, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা এম এ কুদ্দুস, মাওলানা তানিম আহমেদ, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল ওয়াদুদ প্রমুখ।

সভায় প্রধান অতিথি আব্দুর রহমান বলেন, বর্তমান সরকার সারা দেশে গুরুত্বের সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফরিদপুর-১ আসনের নির্বাচনী এলাকার তিনটি উপজেলার মসজিদ ও মাদরাসাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারি অনুদান দেওয়া হয়েছে। মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রম চলছে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, সরকার আলেম সমাজের মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। আলেম-ওলামা ও ইমামদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রীর পাশে থাকার অনুরোধ জানান তিনি।মন্তব্য