kalerkantho


ফেনী রেল স্টেশনে মাদক সেবনের দায়ে ৩ জনের কারদণ্ড

প্রকাশ্যে ধূমপান করে জরিমানা গুণলেন ৩ জন

কালের কণ্ঠ অনলাইন   

২ জানুয়ারি, ২০১৮ ২০:৫৬প্রকাশ্যে ধূমপান করে জরিমানা গুণলেন ৩ জন

রেলস্টেশনে দিনে দুপুরে মাদক সেবন ও ব্যবসা চলে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় ফেনী রেলস্টেশনে। এ সময় মাদক সেবনের সময় হাতেনাতে ধরা পড়ে কয়েকজন। এরা হলো- ওমর ফারুক (১৯), মো: জুয়েল (১৯), দাউদ নবী (১৮)।  গাজা ও ইয়াবা সেবনের অপরাধে ৬ মাস করে এদের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

এ ছাড়াও প্রকাশ্যে পাবলিক প্লেসে ধূমপানের জন্য ফেনী পৌরসভা এলাকায় তিনজনকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এরা হলো- মো: সাব্বির, মো: ফরিদ ও ইলিয়াস হোসেনকে ৩০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

 এ সময় রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল আলীম ও সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা জনাব সাইফ  ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।মন্তব্য