পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মঠবাড়িয়া শাখার উদ্যোগে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। স্বাস্থ্য সহকারীদের পদমর্যাদা ও বেতন স্কেল উন্নীতকরণসহ চার দফা দাবিতে আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মঠবাড়িয়া শাখার সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান জিন্নাহ, জেলা সহসভাপতি কামরুল ইসলাম, প্রচার সম্পাদক জাকারিয়া, মহিলা সম্পাদক আয়েশা সিদ্দিকা প্রমুখ। বক্তারা অবিলম্বে স্বাস্থ্য সহকারীদের চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
উল্লেখ্য, সারা দেশে চার দফা দাবিতে স্বাস্থ্য সহকারীরা ইপিআইসহ (টিকাদান) সব কার্যক্রম বন্ধ করে কর্মবিরতি পালন করে আসছেন।
চার দফা দাবির মধ্যে রয়েছে- স্বাস্থ্য সহকারীদের বর্তমান পদকে দ্বিতীয় শ্রেণির টেকনিক্যাল পোস্টে উন্নীত করা ও বর্তমান বেতন স্কেল ১৬ থেকে ১৪-তে উন্নীত করা, জনসংখ্যা অনুপাতে প্রতি ছয় হাজারে একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ, স্বাস্থ্য সহকারীদের মূল বেতনের ৩০ শতাংশ ঝুঁকিভাতা প্রদান এবং নিয়োগের ক্ষেত্রে পোষ্য কোটা প্রণয়ন।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...