kalerkantho


ফরিদপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

২ জানুয়ারি, ২০১৮ ১৩:৪৫ফরিদপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

'নারী পুরুষ নির্বিশেষে, সমাজসেবায় গড়বো দেশ'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার ওই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

সমাজসেবা অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক এএসএম আলী আহসানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ গোলাম মোস্তফা, অধ্যাপক শেখ আব্দুস সামাদ, মো. আজহারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, মানুষ সমাজবদ্ধ জীব। পরস্পরের সহযোগিতা সমাজে ভালো কাজ প্রতিষ্ঠা পায়। আর সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যায়। সভার শেষ পর্বে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ১১ জন শিক্ষক, শিক্ষার্থী ও সমাজসেবা কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান করা হয়।মন্তব্য