kalerkantho


জাতীয় সমাজসেবা দিবসের কর্মসূচি পালিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি    

২ জানুয়ারি, ২০১৮ ১৩:৩২জাতীয় সমাজসেবা দিবসের কর্মসূচি পালিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় সমাজসেবা অধিদপ্তরের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়।

পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্র্মকর্তা ডা. শামীম রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা হোসেন, সমাজসেবা কর্মকর্তা নজরুল ইসলাম সারণীক, সাবেক ইউপি সদস্য মিনজু আহমেদ, সমাজকর্মী লিলি বেগম, তারিকুল হক প্রমুখ। সভায় ইউপি সদস্য, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।মন্তব্য