kalerkantho


চার দফা দাবীতে

লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান ও কর্মবিরতি

লক্ষ্মীপুর প্রতিনিধি   

১ জানুয়ারি, ২০১৮ ১৮:১১লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান ও কর্মবিরতি

ছবি : কালের কণ্ঠ

চার দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারীগণ অবস্থান ও কর্মবিরতি পালন করেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার ৩ শতাধিক স্বাস্থ্য সহকারী আজ সোমবার এ কর্মবিরতি পালন করেন। সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে হেলথ এসিস্টট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের সদর উপজেলা শাখার আহবায়ক আনোয়ার পাটোয়ারী, সদস্য সচিব জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক সাহাবুদ্দিন, সদস্য মোবারক হোসেন, মো: ফিরোজ, ইসমাইল হোসেন, কামরুল ইসলাম, দিদারুল ইসলাম, গিয়াস উদ্দিন ফরহাদ ও কামাল হোসেন প্রমুখ। 

বক্তারা জানান, তারা প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন চান। চার দফা দাবী মেনে না নেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। প্রসঙ্গত, টেকনিক্যাল বেতন স্কেলসহ পদ মর্যাদা, ভ্রমণ ভাতা, ঝুঁকি ভাতা, মূল স্কেলের ৩০%, প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ দান এবং ১০% পোষ্য কোটা প্রবর্তণ করার দাবীতে আন্দোলন করছেন স্বাস্থ্য সহকারীরা।

 

 মন্তব্য