kalerkantho


সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি   

১ জানুয়ারি, ২০১৮ ১৮:০০সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষকের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রেনের ধাক্কায় মোখলেসুর রহমান (৪৫) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ২টায় ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোখলেসুর রহমান কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রামের আব্দুল মজিদ চৌধুরীর ছেলে ও স্থানীয় বানিয়াগাতী স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক।

এ ব্যাপারে কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, দুপুরে কলেজ শিক্ষক মোখলেসুর রহমান মোটরসাইকেলযোগে কামারখন্দ থেকে সিরাজগঞ্জের দিকে আসছিলেন। তিনি ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সাথে তার মোটরসাইকেলের ধাক্কা  লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।মন্তব্য