kalerkantho


ব্যতিক্রম আয়োজনে চাঁদপুরে বই উৎসব

চাঁদপুর প্রতিনিধি    

১ জানুয়ারি, ২০১৮ ১৫:০৮ব্যতিক্রম আয়োজনে চাঁদপুরে বই উৎসব

সারা দেশের মতো চাঁদপুরেও উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে বই বিতরণ উৎসব হয়েছে। শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার আগে তাদের সামনে উপস্থাপন করা হয় মুক্তিযুদ্ধের ইতিহাস ও জঙ্গিবাদ মোকাবেলায় ইসলামের ভূমিকা।

এ উপলক্ষে আজ সোমবার সকালে শহরের হাসান আলী স্কুল মাঠে চাঁদপুর শহরের বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন বছরের সরকারি পাঠ্যবই তুলে দেন জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইউনুস ফারুকী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, অভিভাবকসহ সমাজের বিভিন্নস্তরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে, জেলার ফরিদগঞ্জে বই উৎসব উদ্বোধন করেন  চাঁদপুর ৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ভাইস চেয়ারম্যান ওহিদুর রহমান রানা, থানার ওসি মো. শাহআলম প্রমুখ।

অন্যদিকে, ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যতিক্রম আয়োজনের মধ্যে দিয়ে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এর আগে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরেন যুদ্ধাহত প্রবীণ মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী এবং জঙ্গিবাদ মোকাবেলায় ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা করেন বিশিষ্ট আলেম মাওলানা মো. ইউনুস।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইয়াছিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুনির উজ্জামান। এতে সভাপতিত্ব করেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফারুক আহম্মদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদপুর জেলায় এবার প্রাথমিক, এবতেদায়ি, মাদ্রাসা এবং মাধ্যমিক পর্যায় পর্যন্ত প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থীর জন্য বিভিন্ন বিষয়ের ৬০ লাখ বই বিতরণ করা হয়েছে।  

 মন্তব্য