kalerkantho


ফেনীতে কথিত বন্দুকযুদ্ধে 'মাদক ব্যবসায়ী' নিহত

ফেনী প্রতিনিধি    

১ জানুয়ারি, ২০১৮ ১৪:৩২ফেনীতে কথিত বন্দুকযুদ্ধে 'মাদক ব্যবসায়ী' নিহত

ফেনীতে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন রাজু (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত রাজু একজন মাদক ব্যবসায়ী। রবিবার গভীর রাতে ফেনী সদরের ধর্মপুরে এ ঘটনা ঘটে বলে র‍্যাব জানায়।

নিহত রাজু ওই ইউনিয়নের মুজিব বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে।

ফেনীর র‌্যাব ৭ এর ক্রাইম প্রিভেনশন কম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম আজ সোমবার সকালে গণমাধ্যমকর্মীদের জানান, ফেনী সদরের ধর্মপুরের হাফেজিয়া মাদরাসা এলাকার একটি বাড়িতে মাদক ব্যবসায়ীরা মাদকসহ অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে  অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি  ছুড়তে থাকে মাদক কারবারিরা। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি  চালালে আনোয়ার হোসেন রাজু গুলিবিদ্ধ হন। তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে সকালে মারা যান তিনি।

গোলাগুলির সময় অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে র‌্যাব দুটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, একটি দেশি বন্দুক, সাত রাউন্ড গুলি, পাঁচটি খালি খোসা উদ্ধার করে। নিহত রাজুর বিরুদ্ধে মাদক, ধর্ষণ, চোরাচালান, ডাকাতিসহ প্রায় ১০টি মামলা রয়েছে বলে র‌্যাব জানায়।মন্তব্য