kalerkantho


ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১ জানুয়ারি, ২০১৮ ১৪:২৫ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

ফরিদপুরে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বই উৎসবে জেলার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

জেলা প্রশাসক বলেন, 'শিক্ষার্থীদের মাঝে নতুন বই নতুন প্রাণের সঞ্চার করে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষাগ্রহণের পাশাপাশি মেধাবী ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়তে আমাদের সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।'

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)শামসুল আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল, প্রধান শিক্ষক আজিজা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর ফরিদপুরের ৯ উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৮৮৯টি বিদ্যালয়ের তিন লাখ ৪০ হাজার ৭৯১ জন শিক্ষার্থীর মাঝে ১৩ লাখ ৮৯ হাজার ৬৪৯ কপি এবং মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদ্রাসা মিলিয়ে ৩৩১টি প্রতিষ্ঠানে দুই লাখ ১০ হাজার শিক্ষার্থীকে মোট ২৮ লাখ ৯৪ হাজার ৯৩১ কপি বই দেওয়া হয়েছে।মন্তব্য