kalerkantho


গোপালগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই

গোপালগঞ্জ প্রতিনিধি    

১ জানুয়ারি, ২০১৮ ১৩:০৫গোপালগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই

বছরের প্রথম দিনে গোপালগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার বেলা ১২টায় জেলা শহরের এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র, স্কুল কমিটির সভাপতি রফিকুল ইসলাম মিটু, প্রধান শিক্ষক সুরাইয়া পারভিন, শিক্ষক ইদ্রিস আলী কাজী প্রমুখ বক্তব্য দেন। পরে অতিথিরা শিশু শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের সরকারি নতুন বই তুলে দেন।

এ বছর জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ প্রায় ১২০০ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ শুরু হয়। নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিশুরা উচ্ছাস প্রকাশ করে। মন্তব্য