kalerkantho


ইংরেজি নববর্ষে গফরগাঁওয়ে খিচুড়ি ভোজ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি    

১ জানুয়ারি, ২০১৮ ১১:১৩ইংরেজি নববর্ষে গফরগাঁওয়ে খিচুড়ি ভোজ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যতিক্রম আয়োজনের মাধ্যমে ইংরেজি নববর্ষ উদযাপন করা হয়েছে। গতকাল রবিবার রাত ১২টা ১ মিনিটে লংগাইর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্নব উপজেলার মাইজবাড়ি বাজারে অবস্থিত তার অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করেন।

এতে গ্রামের প্রায় ছয় শতাধিক বাসিন্দাকে খিচুড়ি খাওয়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্নব, ইউপি সদস্য মাহবুবুল আলম, জহিরুল  ইসলাম, মকবুল হোসেন, আতাউল ও সংরক্ষিত সদস্য রেহেনুমা তারান্নুম প্রমুখ।

লংগাইর গ্রামের বাসিন্দা মকবুল হোসেন (৭০) বলেন, 'কনকনে শীতের মধ্যে চেয়ারম্যান সাব গরম খিচুড়ি খাওয়াইছে। খুব মজা হয়েছে।' ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্নব বলেন, 'গ্রামের শ্রমজীবী মানুষদের নিয়ে একটু ভিন্নভাবে আয়োজনের মাধ্যমে আমরা নতুন বছরকে বরণ করে নিলাম।' মন্তব্য