kalerkantho


মেহেরপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

মেহেরপুর প্রতিনিধি   

১৮ ডিসেম্বর, ২০১৭ ১৭:৪২মেহেরপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

ছবি : কালের কণ্ঠ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের সকল নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি। আজ সোমবার সকাল ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের কাসারি মোড় প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। 

জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে মিছিলে অন্যদের মধে জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, আনছারুল হক, ইলিয়াছ হোসেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেণ।
 
  মন্তব্য