প্রতিবন্ধীদের নিয়ে একটি অন্যরকম দিন কাটালেন চাঁদপুরের জেলা প্রশাসক। গতকাল রবিবার দিনভর তার বাসভবনে এমন ব্যতিক্রমধর্মী আড্ডায় মেতেছিল শতাধিক বাক শ্রবণ প্রতিবন্ধী।
জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল তাদের জন্য নানা প্রতিযোগিতা ও বিনোদনের ব্যবস্থা করেন। এ সময় প্রতিবন্ধীদের উন্নতমানের খাবার ও পরে প্রত্যেককে বিশেষ পুরস্কার দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসকের সহধর্মিনী অধ্যাপক আখতারী জামানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিবন্ধীরা নানা ইশারায় তাদের সন্তুষ্টি প্রকাশ করে।
প্রতিবন্ধীদের নিয়ে এমন আয়োজন সম্পর্কে জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল বলেন, 'ওরা কথা বলতে পারে না। কিন্তু চাহনি এবং ইশারায় সবকিছু বোঝাতে পারে। একইসঙ্গে অসম্ভব রকম মেধাবী এসব প্রতিবন্ধী।' তিনি জানান, প্রতিবন্ধীদের আরো বেশি করে সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য জেলা সমাজসেবা অধিদপ্তরে নির্দেশ প্রদান করেছেন তিনি।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের